অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
তপন কুমার বৈরাগ্যের কবিতা

১) বসন্তের গান

বুজ পাতায় ছেয়ে গেছে
আসবে প্রিয়া এমন দিনে,
পলাশ শিমুল লাল হয়েছে
সুর উঠেছে হৃদয় বীণে।

দখিন বাতাস দোল দিয়েছে
মধুর ধ্বনি ওই যে বাজে,
ফুলের হাসি ঝিলিক দিলো
মন বসে না কোনো কাজে।

বসন্ত আজ বিলায় হাসি
কুহু কুহু মধুর গানে,
নদীর ছন্দে তির তিরানি
আকুল করা মনের টানে।

নেই তো গরম নেই তো সে শীত
এই প্রকৃতি আছে দানে,
যাহা দেখি তাহা লিখি
ছুটি প্রেমের আলোর পানে।

ভালোবাসার কাটলো খরা
প্রেমের ঋতুর ঝরে হাসি,
সুরের দোলায় বসন্ত আজ
বাজছে প্রাণে নবীন বাঁশি।

২) মানবতার ফাঁসি

ই মানুষে স্বার্থ পেলে
দেয় না হৃদয় ঢেলে,
সত্যি কথা বললে পড়ে
পাঠায় এরা জেলে।

লোভ লালসায় জর্জরিত
রয় না পরের হিতে,
জানে না তো ভালোবাসা
কারো কাছে নিতে।

সত্য এদের রয় না বুকে
কোথায় দয়ামায়া,
চারিদিকে দেখি শুধু
অমানবিক ছায়া।

অকৃতজ্ঞ মানুষ আজি
দানব চেয়ে পাজি,
ঘুরছে পাপের পথে পথে
জীবন রেখে বাজি।

মিথ্যা আজি বাঁধলে বাসা
মানবতার ফাঁসি,
তাই তো দেখি এই মানুষের
নেই তো মুখে হাসি।  

তপন কুমার বৈরাগ্য
সাহাজাদপুর, নাদনঘাট
পূর্ববর্ধমান, ভারত