অসাহসী কাপুরুষ - এম এ ওয়াজেদ
শিথিলতার আশ্রিতা সাঁঝের আলোয়
অভিপ্রায়ের স্বেচ্ছাচারিতা অঙ্কুরিত হয়
সৃষ্টিশীল বিকাশের প্রতিভাসিত অভ্যুদয়
নিত্যপ্রলয়ের গাঢ় নিদ্রা কামবল্লভার চোখে মুখে
অস্তিত্বের আহরিত স্থিরপ্রতিজ্ঞা
তস্করের ত্রিস্রোতা লোনাজলে সঙ্গম করে।
মৌলিকতার অপ্লাবিত জলোচ্ছ্বাসে
থেমে যায় প্রণয়ের কুঞ্চিত ভাগ্যলিপি
সন্তরণের অসুখী অসাহসী কাপুরুষ
সন্ধান করে সম্ভাবনার ইলিজিয়াম অথবা ধ্রুবলোক
উদয়কালের প্রেমসূর্য অবসাদের প্রতিচ্ছবি
পৃথিবীর যৌবনকাল যেন বিভীষিকার ইনসমনিয়া।
দানবিক বিশ্বাসঘাতকতার নীতিহীন অধঃপতন
ধ্বংস করে অন্তর্দৃষ্টির অপ্রকাশিত ইনভেস্টিগেশন
ব্ল্যাক আউটের জরায়ুতে প্রসব হয়
মূর্খতা মূঢ়তা শুদ্ধিহীন নাপাক ময়লা
নোংরামির দুর্গন্ধময় সংশয়িত পৌরাণিক কল্পনা
অসাহসী কাপুরুষ হারায়
মিছিলের প্রথম সারির সাহসিক স্লোগান।
এম এ ওয়াজেদ
আমানা গ্ৰীন সিটি
নওগাঁ সদর, নওগাঁ
-
ছড়া ও কবিতা
-
26-02-2024
-
-