অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
প্রত্যাখানের গল্প - গোলাম কবির

শিশির ভেজা শিউলির মতো 
 পড়ে ছিলাম, তুমি কুড়িয়ে নাওনি 
 বলে শুকিয়ে যাচ্ছে হৃদজমিন! 

 প্রবহমান নদীর ঢেউ এর মতো 
 তোমার পানে ছুটে গেলাম, 
 তুমি দুরত্বের বাঁধ নির্মাণ করলে 
 বলে ক্রমেই আমি সরু হয়ে যাচ্ছি 
 তোমার মাথার চুলের সিঁথির মতো! 

 তোমাকে ভালোবাসি বলে আমি 
 সকালের সূর্যের আলোর মতো 
 নম্র হতে চাইলাম কিন্তু তুমি 
 আমাকে ফিরিয়ে দিয়ে 
 দুরন্ত মেঘ বানিয়ে দিয়েছো! 
 এখন আমি ছুটে বেড়াই দিকবিদিক, 
 কখনো কখনো তুমুল বৃষ্টি 
 হয়ে ঝরতে থাকি অবিরাম!

 তোমাকে ভীষণ ভালোবাসি বলেই 
 দ্বিধাহীন ভাবে তোমার কাছেও 
একটুখানি ভালোবাসা চাইলাম, 
 ফিরিয়ে দিয়েছো তাই ভালোবাসারই 
 সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকলাম!

গোলাম কবির
ঢাকা, বাংলাদেশ