অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
হাল ধরে থাকি - মহম্মদ সফিকুল ইসলাম

কাজ থাকলে করি
জেগে ঘুমাই না
ঘুমের সময় স্বপ্নেরা কাছে আসতে চায়
ওরা জানে, ঘুমের মধ‍্যে স্বপ্ন দেখে 
অবাস্তব স্বর্গ গমন আমার অভিপ্রায় নয়।
ঘুম ছাড়া বাকি সময়ে চোখ কান খোলা রাখি
আকাশে মেঘ জমা হলে সর্বদা কাঁদে এমন নয়;
অনেক সময় তর্জন গর্জন করে থেকে যায়।

পাথরও কাঁদে
তার নীরব কান্না বাতাসে হেঁটে বেড়ায়;
পাথরের ক্রন্দন ঘুমন্ত পাথরে শোনে না,
চোখ ঢেকে নেয়।

আমি জেগে থেকে সব দেখতে পাই, শুনতে পাই
কতবার জগদ্দল পাথর জাগাতে ব‍্যর্থ হয়েছি,
আজো একবিন্দু হাল ছাড়িনি,
একদিন ঠিক শুনতে পাব পাথরের কান্না।

মহম্মদ সফিকুল ইসলাম 
পুটুরিয়া, গোলাবাড়ি বাজার
উত্তর চব্বিশ পরগনা
পশ্চিমবঙ্গ, ভারত