অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
শাল মহুয়া - তপন কুমার বৈরাগ্য

চ্ছে গাঢ় রবির কিরণ
যাচ্ছে কেটে শীতের মায়া,
শীত কুমারী নিলো বিদায়
শাল মহুয়ার নিদাঘ ছায়া।

বিদেশ ভ্রমণ শেষ হয়েছে
বসন্ত আজ আসলো ফিরে,
মরাপাতা ঝরে গেছে
সবুজ শোভা নদীর তীরে।

পলাশ শিমুল লাল লালিমায়
সব হৃদয়ে দিচ্ছে দোলা,
রঙের ঋতু এলো বলে
মনের এ দ্বার আছে খোলা।

শাল মহুয়ার বনে বনে
আদিবাসীর নৃত্য গানে,
কুহুতানের আনন্দেতে
প্রেমের বাঁধন সবার প্রাণে।

কচিপাতার ফাঁকে ফাঁকে
দখিন বাতাস পড়ছে লুটে,
ফাগুন দিনে ফুলের সুবাস
মৌমাছিরা যাচ্ছে ছুটে।

তপন কুমার বৈরাগ্য
সাহাজাদপুর
পূর্ববর্ধমান, ভারত