নাজমুল হোসাইনের দুটি কবিতা
১) গৃহপালিত দর্পণ
জিরো এবং পৃথিবী দুইদিকে সামান্য চাপা
আর তোমার কোমড়ও
সামান্য কয়েকটা ব্রনের দাগে বেঁকে যাচ্ছে গৃহপালিত দর্পন
তোমার অনুপস্থিতিতে অন্ধকার পোষে সে
চাপা কোমড়ে দড়ি বেঁধে
তোমারই বিম্ব নেমে পড়ছে প্রতিবিম্বের খাঁদে
অসুস্থ আয়নাটিকে— শূন্য-আকৃতির
পাথর চাপা দিয়ে রেখেছি
২) স্পিডব্রেকার
স্তনের মতো উঁচু হয়ে আছে স্পিডব্রেকার
এই রাস্তা সাঁতার শেখানো অবধি যাবে
পোশাক খুলে রেখে দাও ডিনারের প্লেটে
প্লেট ভর্তি হুইস্কিতে ডুবে যাচ্ছে
অর্থাৎ, পোশাকেরা সাঁতার জানে না
এইসব পোশাক তোমাকে ডোবালে
টিভির রিমোট নিয়ে একটা বেড়ালও
লাফিয়ে নামবে না টিভির উপর থেকে
সুতরাং, আয়নার পানিতে জিইয়ে রাখো তোমার বিম্ব, তোমার জেব্রা ক্রসিং—
নাজমুল হোসাইন
রংপুর, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
09-03-2024
-
-