বন্ধুত্বের সম্পর্ক - দীপঙ্কর চৌধুরী
অন্তহীন অমলিন বিশ্বাস প্রাণভরে প্রাপ্য আশ্বাস
বন্ধুত্বের সম্পর্ক কভু বিলীন নাই হয়,
সময়ে-অসময়ে নিকটে বিপদ-আপদ উপনীতে
দুর্দশা হতাশা সবই দূর করে ভয়।
বন্ধুত্বের পবিত্র সম্পর্ক দৈব্য মুহূর্তকে উৎসর্গ
মনি-মুক্তার উর্ধ্বেও মূল্যবান সব রত্ন,
ধরিত্রীর সকল সঙ্গত্ব বন্ধুত্বের নিম্নে সীমাবদ্ধ
এ সম্পর্ক মোরা সকলি করি মান্য।
বন্ধুত্বের কাটানো মুহূর্ত পরম সুখকর সর্বত্র
ঠাট্টা-তামাশা কত লাগে আজীবন,
বিশ্বাসে বাঁচে বন্ধুজন পরিবার তুল্য সবজন
সবে মিলে গঠিত হয় নবীন জীবন।
অন্তরের সকল বেদনা নিমেষে জাগে চেতনা
এ সম্পর্কের কভু হয় না বিসর্জন,
বন্ধুত্বে বিশ্বাসী আমি হতেও পারো তুমি....
বিলীন হয় না যাহা সদা সর্বক্ষণ।।
দীপঙ্কর চৌধুরী
পশ্চিম মেদিনীপুর
পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
10-03-2024
-
-