অপেক্ষার পাড়ি - শাহ্ বাহাউদ্দীন শিশির
শুধু তোমার জন্য অপেক্ষা।
চশমার গ্লাস মুছতে মুছতে ভাবি
কখন আসবে সেই রেলগাড়ি।
সময় গুনি বসে ইস্টিশনে,
কখন বলবে এইতো বেলা দূরের পথে।
প্ল্যাটফর্মের বেঞ্চিতে বসে,
বলি মনে মনে ক্ষণ কি হলো চঞ্চলা গতির।
ছুটবে, শুধুই ছুটবে, নগর, গ্রাম, নদী,
ঘন বন, পাহাড় আরো কত কিনা পেরিয়ে
চলন্ত উর্দ্ধশ্বাসের গাড়ি।
অপেক্ষমান তুমি জিঙ্গেস করবে
জল তরঙ্গের ফোনে;
কতদূর এলে?
পৌঁছাবে কখন লক্ষ ক্রোশ দূরের সুরলোকে
আরো কত যোজনপরে?
ভাবি রেলগাড়ির কামরায় চোখ রেখে জানালায়,
তোমার পরনে নীল শাড়ি
আর লাল টিপ সেই অপুরুপা সাজে।
কি সাধারণ সাঁজই না ছিল তোমার,
অথচ লাগত কী যে অসাধারণ।
স্বর্গের দ্বারে দাঁড়িয়ে ভাবছ, কখন আমার
পথ চলার হবে শেষ এই অনন্ত সরোবরে।
তোমার তো এ পথ চেনা, বন্ধু,
তুমি তো জান কত না দূর্গম এ পথ,
চরাই উৎরাইয়ে ঘেরা।
অপেক্ষায় অপলক তুমি চেয়ে,
তবে জান তো সমস্ত অপেক্ষার শেষ
যখন সাঙ্গ হয় এই মর্ত্যলোকের বেশ।
এই অস্থিরতা, ক্ষণিকেই এ জীবনের আসা
পথের হয় না অবশেষ ওপারের ভালবাসা।
শাহ্ বাহাউদ্দীন শিশির
মার্চ ১৩, ২০২৪
অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
14-03-2024
-
-