অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
অনন্যোপায় - প্রভঞ্জন ঘোষ

তাইতো পল্লব বেছে নিয়েছি
পুষ্প হলে-
হয় পোড়ায় আমায়
নয়তো রেণুকে।
তাইতো পালক বেছে নিয়েছি
পাখি হলে-
হয় দাগায় আমায়
নয়তো টিয়াকে।
নদীর ঘাটের নৌকোখানি হলে
বালুচরের ঝুমকো ঝিনুক হলে
শব্দমালার সুরসরগম হলে
হয় কি ক্ষতি?
হংস-হরিণ-চকোর চক্ষু হলে
অন্ধ করে,
মর্ত্য জুড়ে ত্রস্ত আঁধার নামায়!

প্রভঞ্জন ঘোষ
পঃ মেদিনীপুর, পশ্চিমবঙ্গ