বড় বেশিই মনে পড়ে - দোলকী দাশ
বড় বেশি মনে পড়ে জানুয়ারী ফেব্রুয়ারীর শীতের বিকেলের কলেজ দিনগুলো
দুই একটা ক্লাস প্র্যাকটিক্যাল শেষে বাদাম ঝালমুড়ি খেতে খেতে বাড়ির পথ ধরা।
ঝুপ অন্ধকার নামার আগে কত স্বপ্ন পরিকল্পনা আমাদের,
একসাথে থাকব চাকুরী হবে, এক শহরে বসবাস হবে আবার বাদাম ঝালমুড়িতে
বিকেলগুলো রঙ্গিন হবে, অথচ কে কোথায় আছে তাও জানি না,
স্বপ্ন গুলো ও জীবন জটিলতায় ধুসর হয়ে গিয়েছে,
তাই হয়ত বেশিই মনে পড়ে।
একটা শিক্ষা সফর এর পরিকল্পনা
ম্যাচিং অল্প দামী গয়না কিনতে মার্কেট চষে বেড়ানো খুব বেশিই মনে পড়ে।
জীবন এগিয়ে যাবে জীবনের নিয়মে
ক্যালেন্ডারের পাতা পাল্টাবে নিয়ম করে
স্মৃতির পাতাতে আঁকা দাগ আর মুছবে না
সময়ের পিছনে ফেরার সুযোগ নেই
সে বয়ে চলে নিরন্তর,
তাই হয়ত আর ফিরে না পাওয়া দিনগুলোর কথা বড় বেশিই মনে পড়ে।
দোলকী দাশ
সীতাকুন্ড, চট্টগ্রাম
বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
16-03-2024
-
-