অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
বঙ্গবন্ধু'র জন্মদিনে - গোলাম কবির

খনো এখানে রক্তিম সূর্য উঠে প্রতিদিন,
আবার ডুবে যায়! 
ওঠে কী সুন্দর কাস্তের মতো বাঁকা চাঁদ
কখনো আবার ভরা পূর্ণিমা রাতে 
চাঁদের আলোর বন্যায় ভরে ওঠে 
গৃহস্থ বাড়ির উঠোন, নতুন ধানের 
মৌ মৌ গন্ধে ব্যস্ত ভীষণ হয়ে কৃষাণী বধু
সলাজ শাড়ি পেঁচিয়ে তোলে ঢেঁকিতে
তুফান! পিঠা তৈরির উৎসবে মেতে ওঠে
ওরা সবাই, জামাইমেলা বসে কোথাও
আবার, বাউলের গান শোনা যায়
গ্রাম্যমেলায় কিংবা শহরের ব্যস্ততম 
কোনো মিলনায়তনে ভাটিয়ালি গান,
পল্লীগীতির আসর বসে কোথাওবা। 
নদীগুলো যদিও কোনো কোনোটা 
শুকিয়ে মরে গেছে, হারিয়ে গেছে কালের
গর্ভে, কতো আবাদি জমি আর বনভূমি
হয়েছে লোপাট মানুষের আবাসনের
তাগিদে! তারপরও আমরা ফেলি শ্বাস 
মুক্ত স্বাধীন দেশে, উৎসব করি স্বাধীনতা
দিবসের, ঈদ ও পুজাপার্বণ চলে 
যার যার ধর্মীয় বিশ্বাসে স্বাধীন ভাবে। 
শুধু তুমিই আজ নেই আমাদের মাঝে 
হে পিতা, জাতির জনক! 
তোমার সোনালি যৌবনের চৌদ্দটি বছর
কাটিয়ে দিলে আমাদের স্বাধীনতা 
এনে দেবার জন্য, বিনিময়ে শরীরে গেঁথে
নিলে আঠারোটি বুলেট এবং অমোঘ
মৃত্যুকে করলে বরণ, 
তোমার জন্মদিনে তাই আবারও 
ফিরে ফিরে স্মরণে আসো তুমি, 
হৃদয়ের মণিকোঠায় তোমাকে দিয়েছি ঠাঁই। 

(বঙ্গবন্ধুকে নিবেদিত এবং তাঁকেই উৎসর্গীকৃত কবিতা)

গোলাম কবির
ঢাকা, বাংলাদেশ