রূপের বাহার - তপন কুমার বৈরাগ্য
বঙ্গমায়ের রূপের শোভা
ছড়ায় যখন জানি,
মন খুশিতে রেঙে ওঠে
ভাবি তাকে রানি।
পাহাড় ঘেরা সবুজ দেশে
তুফান তোলে মনে,
ঘুরি ফিরি আনন্দেতে
সবুজ বনে বনে।
শ্যামলিমা চারিদিকে
দু'চোখে দেয় আলো,
যতো দেখি মন ভরে যায়
রয় না কোনো কালো।
আকাশজুড়ে রামধনু ওই
বৃষ্টি টাপুর টুপুর,
ভালো লাগে স্বর্ণালী এক
শীতের কোনো দুপর।
মায়ায় ভরা আমার এদেশ
ভুলবো না তো তাকে,
দিবস রাতি হৃদয় আমার
মধুর ছবি আঁকে।
তপন কুমার বৈরাগ্য
সাহাজাদপুর
নাদনঘাট
পূর্ববর্ধমান
ভারত
-
ছড়া ও কবিতা
-
19-03-2024
-
-