পশ্চাৎমুখীতা - সিদ্দিকা ফেরদৌস তরু
আমি মসৃণ পথ দেখেই দিয়েছিলাম হাঁটা
হেঁটেও ছিলাম মহানন্দে,
কিন্তু জানতাম না আমি
আমার সামনের চলার পথটি বড়ই বন্ধুর, অসংখ্য খানাখন্দ -আঁকাবাকা।
আমি তাই খানিকটা থুবড়ে পড়েছিলাম।
মনোবল হারাই কিন্তু আমি।
তবে আমার চিরচেনা পথটা বদলে দিয়েছি, বেছে নিয়েছি অন্য এক বাইপাস রাস্তা।
হেঁটেছিতো অনেকটা পথ
হোক না অচেনা অজানা পথ।
হয়তো এভাবেই এগিয়ে যাবো
হয়তো এর নামই জীবন, বাস্তবতা,
যতই আসুক না প্রতিবন্ধকতা,
সংকল্প মনে হবোনা কখনো পশ্চাৎপদ, কিংবা পশ্চাৎমুখীতা।
সিদ্দিকা ফেরদৌস তরু
গাইবান্ধা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
19-03-2024
-
-