World Poetry Day এর শুভেচ্ছা - শিরীন সাজি
১৯ মার্চ এখানে বসন্ত শুরু হয়েছে ক্যালেন্ডারের পাতায়।
রোদ ভাসানো তুমুল ঠান্ডা অথচ উড়াধুরা বাতাসের দিন আজ। ফেইসবুক স্মৃতি জানালো আজ বিশ্ব কবিতা দিবস।
কবিতা আমার কাছে আমার একান্ত জানালা। সাদা মেঘের আকাশ থেকে মাঝেমাঝে শব্দের বৃষ্টি হয়। এমনকি রাতের আকাশ থেকেও নক্ষত্রের মত শব্দেরা উড়ে বেড়ায়। আর মনের আকাশের সেই শব্দ বৃষ্টি?সেই ভালোলাগা, সেই যন্ত্রণা, যার হয় সেই জানে!
কবিতা মানেই আমার কাছে চোখ ছুঁই ছুঁই চোখের জলে সবুজ পাতার ভালোবাসা!
কবিতা মানে, বিষণ্ণতার কাঁপনে মুঠোভরা তুমিময় সুরভী!
কবিতা মানেই নিঃশ্বাসের খুব কাছেই কারো জন্য মায়া!
কবিতা মানে একলাঘন হয়ে কারো জন্য অপেক্ষার ময়ূর হওয়া!
কবিতা মানেই এক চোখে সে আর অন্য চোখে পৃথিবীটা!
কবিতা মানেই সুখের জন্য হাত বাড়িয়ে দুঃখভাসী হওয়া!
তবু
কবিতাতেই সকাল, দুপুর,বিকাল গড়িয়ে সন্ধ্যা এবং রাত!
কবিতা মানেই,
ভোরের আকাশে শব্দ কাহন!
ভালোবাসা কবি, কবিতাপ্রেমী মানুষেরা,
আশ্রমের পাঠক এবং শুভানুধ্যায়ীরা।
শুভ বসন্ত!
শিরীন সাজি
সম্পাদক, আশ্রম
২১ মার্চ ২০২৪
অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
21-03-2024
-
-