একটি সার্বভৌম পতাকার জন্য - এম এ ওয়াজেদ
আকাঙ্ক্ষিত অভিশাপের ফ্রিকোয়েন্সি দুর্দশা
রুদ্ধ করে ছায়াতরুর তেজস্কর লজ্জাশীলতা
অপ্রণয়ের মুনাফাবাজ দলচ্যুত কক্ষভ্রষ্ট
ধ্বংসের ইলেকট্রিসিটি মার্কেটিং করে নিদ্রাচ্ছন্ন প্রিমিয়াম
আলোকের উৎসগুলো নিভে আসে
শুধু জেগে থাকে নিশাচর স্তন্যপায়ী অসভ্য চামচিকা।
বিবেকহীন আগ্রাসনে বর্বরের অট্টহাসি
অস্তিত্বের পরাগে ঠোকর মারে
ইতিহাসের মানসিক বিকলাঙ্গ
যেন অঙ্গারিত দৃষ্টিহীনতার রজনিচর
শুভ্রতার বিশুদ্ধ বাতাস দূষিত হয়
অজ্ঞতার পরম্পরাহীন স্থূলতায়
শ্যামলিতার জলকল্লোলে অস্তমিত রেখাচিত্র
লেলিহান পাষণ্ডতায় বাংলার সবুজ মাটি
অত্যাচারিত জনপদের সম্ভাষিতা ব্ল্যাক বোর্ড।
মৎস্যরেণুর দ্রোহ অবশেষে ছড়িয়ে পড়ে
রচিত হয় আজাদির সাহিত্য সম্মেলন
হাতির গন্ডদেশ থেকে ক্ষরিত স্রাবেরা
স্বাক্ষর করে আত্মসমর্পণের দলিলে
একটি জন্মগত সার্বভৌম পতাকা
আমার আত্মপরিচয়ের নিখাদ উদ্যানপ্রসূন।
এম এ ওয়াজেদ
আমানা গ্ৰীন সিটি, নওগাঁ সদর, নওগাঁ
-
ছড়া ও কবিতা
-
21-03-2024
-
-