অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
ন্যানো অধর - জান্নাতুল নাইম

চ্ছে জাগে কতকিছু যে করি..
অপূর্ণ সাধগুলো সব পূর্ণ করে ফেলি,
একটা একটা করে।

এই যেমন ধরো,
খুব উহ্ খুবই ইচ্ছে করছে তোমার নরম মিষ্টি ওষ্ঠ জুড়ে
পুঙ্খানুপুঙ্খভাবে আমার ওষ্ঠ সন্নিবেশিত করি।
ঠিক যেমন করে মাইনাস নাইন স্কেলে ডিজিটাল 
মাইক্রোস্কোপে এক্সপেরিমেন্টাল স্যাম্পল একটি ভ্যাকুয়াম চেম্বারে সেটআপ করা হয়, তেমন করি।
এককণা ডাস্ট বা ধুলিকণাও প্রবেশ করতে পারবে না সেসময় কিন্তু।
যেন কোনো রকম অনুভূতির অণু পরমানুও মিস না করি। 
গড়ে তুলি দুই ঠোঁটের একটি ঐতিহাসিক সন্নিবেশক চিরস্থায়ী অঙ্গীকার। 
ব্লুপ্রিন্ট দেখেই ধরণী মুগ্ধ নয়নে গেয়ে উঠবে, প্রেমময় ক্ল্যাসিক সঙ্গীত, যা কালে কালে অংকিত হতে বাঁধা পেয়েছে অসংখ্য অঙ্কুরিত হৃদয় জমিনে।
ড্রয়িংটির ত্রিমাত্রিক প্রিন্ট করলে মনে হবে,
একটা ঘুমন্ত টকটকে লাল সূর্য যেন উদয় হতে চলেছে সরলা সবুজ স্বভাবের বাংলা মাটির প্রকৃতিতে। 
যা বিশ্ব নন্দিত মুদ্রিত কোনো দৃঢ় প্রতিশ্রুতি হবে বীরত্বের ধূসর-লাল ভূমিতে। 
আর আমাদের ঐশ্বর্যময় ভালোবাসার হৃদয়ভূমিতে॥

জান্নাতুল নাইম
টরন্টো, কানাডা