অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
বার্নিং টাইম - আসিফ আলতাফ

ময়কে দু আঙুলের ফাঁকে গুঁজে দিয়ে
দিয়াশলাই জ্বালাই,

পায়ের ওপর পা তুলে  আয়েশ করে
সুখ টান দেই
আরামে চোখ বুজে আসে;

তোমাদের হাঁসের ডিম মার্কা গোল চোখের
চাহনিতে আমার কিচ্ছু যায় আসে না;

পূর্ব জন্ম থেকে কেবলই সময় আমাকে পোড়াচ্ছে
ভেতরে তাই জন্ম নিয়েছে সহস্র অগ্নিগিরি;

জীবন পিঠ চাপড়ে একদিন বললো:
আর কত দিন এভাবে জ্বলে পুড়ে ছারখার হবি
এবার ঘুরে দাঁড়ানোর মন্ত্র শিখে নে;

জীবনের কাছ থেকে পাঠ নিয়ে
সময়ের মুখে আগুন ধরাই
আর ধোঁয়ার রিং বানিয়ে ভাসিয়ে দেই বাতাসে।

আসিফ আলতাফ
২১.০৩.২৪
খুলনা, বাংলাদেশ