রুগ্নশয্যা - সাবরিনা তাহ্সিন
মলিনশয্যা, ফ্যাকাশে চাদর,
একপাশে আধখোলা জানালা
ধূলোমাখা পর্দায় বাতাসের কানাকানি।
বাহিরে আলোময় পৃথিবী
বর্ণে-গন্ধে কতো শোভা!
বাতায়ন পাশে,
ঠিকরে পড়ে টুকরো আলোর ঝলকানি।
উষ্ণতাও মিশে গেছে
বাতাসের সাথে।
টেবিলে অনাদরে
রাখা আছে ফলমূল।
ঢেকে রাখা গ্লাসভর্তি পানি
তৃষ্ণায় তাকিয়ে থাকে কিছুক্ষণ।
ফুরিয়ে যাওয়া ঔষুধের শিশি
বড়ি -ট্যাবলেটের শেষ পাতা ,
অবহেলায় পড়ে রয়।
এতোকিছুর মাঝে কী
তক্তপোষে অহোরাত্রি শয়ন করা যায়?
বিরাজমান থমথমে পরিবেশ
পুরোকক্ষ মাঝে যেন এক বিবর্ণতার ছাপ।
সাবরিনা তাহ্সিন
আকুয়া, ময়মনসিংহ
-
ছড়া ও কবিতা
-
25-03-2024
-
-