একটু দাঁড়াবেন.....- মীর আজিজুর রহমান
হে তরুণ!
একটু দাঁড়াবে?
জানি বড্ড ব্যস্ত, হুড়োহুড়ি, ছুটোছুটি;
একটি লক্ষ্য ভেদ করে ছোটে চোখ
গান আর বাঁ পাশ হারিয়ে যায় আদিম অন্ধকারে
এই সুযোগটা চেয়েছিল বর্গী-নেতা।
লড়াই, একান্ত নিজের লড়াই,....
একটু দাঁড়াবে?
একটি ছোট্ট কবিতা শোনাতাম,
এই মুদ্রিত কতক গুলি শব্দ, আমার সম্বল, আমার অস্ত্র।
এই মুদ্রিত কতক গুলি শব্দ,
তোমার এবং আমার গোপন কথা,
আর, তোমার এবং আমার বন্ধন.....
সময়,
জাদুগরী, বহুরূপী
সময়ের কান ধরবো বলে, যখন প্রচণ্ড মেতে উঠি.......
সেই সময় লুটতে ব্যস্ত, কিছু স্বদেশী বৃটিশ।
হে বুদ্ধিজীবী!
একটু দাঁড়াবেন? জানি বড্ড ব্যস্ত ,
বাড়ি থেকে ছাপাখানা
কখনও আমন্ত্রিত চেয়ারের ভূয়সী প্রশংসা,
তার পর মাথা উঁচু করে, কিছু নষ্টালজিক শব্দ।
একটু দাঁড়াবেন?
একটি ছোট্ট গল্প বলতাম,
মুদ্রিত হীন এই গল্প, শোষিত চোখের শুষ্ক অশ্রু,
উবু হয়ে হাঁটা এক মেরুদন্ডহীন সরীসৃপ।
একটু দাঁড়াবেন?
যে সমস্ত লোক গুলো, নিজেকে নিরপেক্ষ রাখতে রাখতে
পিঠ ঠেকে গেছে ঘরের দেয়ালে, ঘিরে ধরেছে শিকারী হায়না;
ঘুপটি মেরে বসে আছে জীবন সংশয়ে।
এরা আবার হাঁটতে চায় রাজপথে,
একটু শেখাবেন,
কিভাবে আপোষ করতে হয়?
না, কিভাবে মেরুদন্ড নিয়ে বাঁচতে হয়?
মীর আজিজুর রহমান
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
27-03-2024
-
-