অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
স্বজাতি হত‍্যা - মহম্মদ সফিকুল ইসলাম

দি তারা না খেয়েও মরে
হিংস্র পশুরা কি নিজ স্বজাতিকে হত‍্যা করে?
বাঘ সিংহ নিজেদের খায়?
এত যে মারণাস্ত্র হিংসা যুদ্ধ ঘৃণা
দখলদারি 
শক্তির আস্ফালণ
বাজেট অর্থ বৃদ্ধি 
যুদ্ধবিমান, পরমাণু বোমা, মিসাইল উদ্ভাবন 
কাকে হত‍্যা করার জন‍্য,বাঘ সিংহ হায়না? 

আরে না পশুরা যে কাজ করেনা
মানবতার শত্রু সেজে
যুদ্ধের নামে পৃথিবীর সর্ব নিকৃষ্ট কাজ মানুষ করে
স্বজাতিকে হত‍্যা ও হত‍্যার আয়োজন।

মহম্মদ সফিকুল ইসলাম
উত্তর চব্বিশ পরগনা