অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
ধারক - জান্নাতুল নাইম

মি জানি ব্যাপারটা মোটেই সহজ ছিল না।
ভুলে যাওয়ার কোনো উপায়ও ছিল না।
এখনো নাই, একেবারে নাই।
সে রাতে মিলন তিথিরক্ষনে আমাদের হৃদয় বাঁশিতে যা বেজেছিল,
যে সরলরেখায় কোয়াড্রুপল চক্ষু মিলেছিল,
স্থির অধীর শব্দরা যে অব্যক্ত ভাষা বলেছিল,
মনফুলের মালায়, স্বতঃস্ফূর্ত অনুভূতির বিছানায় 
দুই আত্মার প্রণয়ের যে বাসর হয়েছিল,
শরীরের দেহকোষগুলো নির্যাস হিসেবে 
অনুভূতির সূক্ষ্নতম অণু পরমাণু সংযোগে যা পেয়েছিল,
তার কোনো কিছুই সহজ সস্তা অহেতুক চিন্তা নয়।
যখনই সময় হয়, যতো সময়স্রোত বয়ে যায়,
কপোলে বলিরেখার ছায়াপথে অজস্র নক্ষত্রের রাত আজও চুপিচুপি একান্তভাবে আমি কাছে পাই।
বন্ধু বুকে বড় ব্যথা, ভুলিনি সে সব কথা।
শুধু সে অনশ্বর মধুর স্মৃতির ধারক হতে চাইনি।
প্রবাহমান জীবন পথে ভালোবাসায় ঘর বাঁধতে চাই।
আবীর আর মুক্তো ছাড়া রেখোনা সুপ্ত, 
করো অভিমান অনুযোগ সব উন্মুক্ত।
হৃদয়দ্বার খোলো, দেখো অসীম আকাশে সন্ধ্যাতারা তোমার অপেক্ষায় প্রতিরাত জ্বলে জ্বলে ক্ষয়ে যাচ্ছে,
খাঁটি হচ্ছে সময় একটু করে কী অপরূপ মহিমায়॥

জান্নাতুল নাইম
টরন্টো, কানাডা