মন ফসিল - ফরিদ তালুকদার
মুখ দেখে দেখে আর চিনে নিতে পারবো না কোনোদিন তোমাদের
প্রতিকৃতির ভুল মঞ্চে ছিলো আমাদের পরিচয়
যেমন ছিলো আমার নিজের সাথেও নিজের!
অগুনিত জনের মাঝে, অগুনিত আত্মার মিছিল
ফসিলের বয়স গুনে গুনে উঠে আসে সময়
বোধ ছেড়ে যায়
ভালোবাসা এক মৃত নদী!
কিছু আঁধার সৌর বিস্ফোরণকেও করে নেয় গ্রাস
সত্যের উল্টো পৃষ্ঠে লেখা হতে থাকে ইতিহাস
বিশ্বাসে মিলায় না বস্তু আর মানবের সংসারে!
মেনে নেয়া যেতো যদি হ'তো সবটাই দৃষ্টিহীন
কালের বিবর্তনে ডানা মেলে দেয় একচোখা সভ্যতার উল্লম্ফন নাচ
আলোর পথ খুঁড়ে খুঁড়ে তবুও-
নোঙর ছাড়ে নিঃসঙ্গ অভিযাত্রী!
যে পথে নিত্য যাওয়া-আসা-
সে পথও ফিরিয়ে আনবে না একদিন
সমাপ্তিতে জীবন কখনো এক অসমাপ্ত মহাকাব্য!
কিছুটা খোঁড়াখুঁড়ি হয়তো তখনো, মাটিতে রবে ঘ্রাণ
যা কিছু ব্যথা রেখে যাবে এক পৌরাণিক মনের ফসিল!
ফরিদ তালুকদার
এপ্রিল ৫, ২০২৪
টরন্টো, কানাডা
-
ছড়া ও কবিতা
-
07-04-2024
-
-