অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
ডায়মন্ড রিং - আসিফ আলতাফ

রাতটা খুব চমৎকার
আসুন একসাথে  কিছুটা পথ হাঁটি,
আপত্তি?
কেন?
আপনার জোছনায় এ্যলার্জি?
চাঁদে?
তাহলে অন্ধকারে দিকে মুখ ফিরিয়ে আছেন কেন?

আচ্ছা,
সুকান্ত চাঁদ টাকে ঝলসানো রুটি বলেছেন
বলে আপনি কি তাকে ইগনোর করছেন 

আমি চাঁদকে নিয়ে কবিতা লিখলে
পোড়া রুটির স্থলে
ডায়মন্ড রিং বানাতাম;
আর
আপনার সামনে হাঁটু গেঁড়ে বলতাম
উইল ইউ মেরি মি?

আসিফ আলতাফ 
খুলনা, বাংলাদেশ