অটোয়া, বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪
নিষ্পত্র - শহিদুল ইসলাম জিতু

প্রচন্ড শীতে ফেটে যাওয়া ঠোঁট নিয়ে আমি 
রমণীদের মেলায় ঘুরে বেড়িয়েছি, 
করেছি  উপস্থাপন,  নিজেকে 

তবুও কেউ 
তাদের প্রেম দিয়ে আমাকে আবৃত করেনি; 
উষ্ণতার ঠোঁট রাখেনি এ ঠোঁটে। 

হয়তো-- 
ঘৃণার যুদ্ধে  হৃদয়গুলো থেকে পুড়ে গেছে ভালোবাসা 
এখানে তাই এত ছাঁই, এত ধূলো

অতঃপর 
কিছু দুঃখমুদ্রা বুক পকেটে বাজাতে বাজাতে  
ঠিক হাঁটতে থাকি 
অনেকটা পথ বাকি; 
প্রচন্ড শীত,  ফেটে যাওয়া ঠোঁট  আর আমি

আলোরা ঘুমিয়ে গেলে
এখানে গোপন একাকিত্ব আসে;
কাম জাগে,  প্রেম বড় হয় 
আমি দৌড়ে বাহিরে আসি, খুঁজতে থাকি 
দিগন্ত-বিস্তৃত জলের কিনারা 

ভাবি,  যদি কেউ নদী নিয়ে আসে 
আমি না হয় চোখ ভেজাবো 
কপল গড়িয়ে বুক বরাবর এঁকে যাবো মোহনা

কিন্তু না আঁকা হয় না 

দিনের আড়ম্বরপূর্ণ ফেরা হলে দেখি 
আমি বৃষ্টির শরীরে কান্নার দাগ; নিষ্পত্র

শহিদুল ইসলাম জিতু
ঢাকা, বাংলাদেশ