ঘুমহীন রাতের আয়ুর্বেদিক ভাবনা - এম এ ওয়াজেদ
মননের আশাবাদী কোষগুলো আবার সাবালক হবে
সাবালক হবে ঘুমহীন রাতের আয়ুর্বেদিক ভাবনা
হোয়াইট কলার ক্রাইমের শিকার
অসভ্য চেয়ারগুলো সাবালক হবে
সাবালক হবে জাতিসত্তার অভিমানী কাণ্ডেরা
সফেদ চেতনার সবুজ মিনার।
অতলান্ত অভিযোগের শেকড়ের মূলকেন্দ্র
সন্ধান করবে বিশুদ্ধ পানির
বৃক্ষের অপরিণত ডালগুলো সাবালক হবে
সবুজ পাতার অঙ্কুরিত কষ্টগুলো
বোধের সালোকসংশ্লেষণে সিক্ত হবে
সাবালক হবে নষ্টতার অন্ধকারে নিমজ্জিত
দুর্দশার নাবালক ক্লোরোফিল ।
পচনের ছিদ্রগুলো সাবালক হবে
সাবালক হবে অশুভ অপশক্তির মোহনিদ্রারা
ক্ষমতার অরাসায়নিক দ্বারগুলো সাবালক হবে
গলে যাবে হিংস্রতার অদ্রবণীয় ক্ষারগুলো
ঘুমহীন রাতের আয়ুর্বেদিক ভাবনাগুলো
বিকাশের সুরভিত উদ্যানে নোঙর করুক।
এম এ ওয়াজেদ
নওগাঁ, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
17-04-2024
-
-