অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
ঢেউয়ের চুপ কথা - নির্মল কুমার প্রধান

দূর থেকে ধেয়ে আসা সংকেত 
কোথায় সৃষ্টি, কোথায় লয় -- কে জানে? 
পাড় ছুঁয়ে ছুঁয়ে নিরন্তর আছড়ে পড়া
না ফুরিয়েই আবার কলধ্বনি তুলে চলা উপলে-মাটিতে। 

কিছুই বুঝিনা ওদের অনাবিল ভাষার
তবে অনুভূতিতে স্পন্দন জাগে চিরন্তনী কোন সুরের 
ওরা দূরের, তবুও খুব হৃদয়ের মনে হয়
চুপ কথা ফেনিল ফেনিল রূপ নিলে 
অন্তর - মন নিঃশব্দ তটরেখা না হ'য়ে পারে না।

অনাদি-অনন্তকালের এই যে ঠিকানা 
দৃশ্যমান - দৃশ্যান্তরের নিশ্চুপ খেলা প্রকৃতিতে চলছে
জন্ম-মৃত্যুর আবর্তনে হচ্ছে নিথর প্রতিফলন 
সে চুপ কথা মর্ম ভেদ করছে অর্জুনের লক্ষ্যভেদের মতো 
সঞ্চারিত হচ্ছে কত রূপ- রস- গন্ধ।

নির্মল কুমার প্রধান
দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ