দুঃখকে ভালোবাসি - জয়দেব বেরা (রামধনু)
আমি দুঃখকে ভালোবাসি
দুঃখ আমায় জীবনের অর্থ শিখিয়েছে;
প্রেমের অনুভূতি প্রথম অনুভব করেছি
দুঃখের সাগরের তীরে বসে।
আমি দুঃখকে ভালোবাসি
দুঃখ আমায় চিনিয়েছে -
রামধনুর সাতটি রঙের মতো
মানুষের রঙ গুলোকে।
আমি দুঃখকে ভালোবাসি
দুঃখ আমায় উপলব্ধি করিয়েছে
ঘাম বিক্রির পরিশ্রমের-
একমুঠো ভাতের মূল্য।
দুঃখই আমার কাছে
জীবনের এক গ্রন্থাগার;
যেখানে পাই বাস্তবতার জ্ঞান
তাই, আমি দুঃখকে ভালোবাসি।
জয়দেব বেরা (রামধনু)
পূর্ব মেদিনীপুর, ভারতবর্ষ
-
ছড়া ও কবিতা
-
17-04-2024
-
-