মনে পড়ে মা-কে - তপন কুমার বৈরাগ্য
মাঠের কোলে উঠতো দুলে
স্নিগ্ধ শীতল বায়ু,
চারিদিকে সবুজ ফসল
বাড়তো মনের আয়ু।
তৃণফুলের গন্ধে বিভোর
পাখির গানে গানে,
মৌমাছিরা পড়তো ঢুলে
সুরের ছন্দ প্রাণে।
মুখরিত সবুজ গাঁয়ে
কাটতো সুখে বেলা,
সেদিনকার সেই সুখের জীবন
যায় না আজো ফেলা।
শস্য শ্যামল গ্রামটা আমার
গেছে বোধহয় ভুলে,
কতো তরী থাকতো বাঁধা
খড়ি নদীর কূলে।
গ্রাম ছেড়ে আজ বিদেশেতে
কিন্তু আছে মায়া,
এইখানেতে পাই না খুঁজে
শীতল বটের ছায়া।
তপন কুমার বৈরাগ্য
সাহাজাদপুর
নাদনঘাট, পূর্ববর্ধমান
-
ছড়া ও কবিতা
-
18-04-2024
-
-