২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষ্যে কবিতা
ধরিত্রী মায়ের মতই
- ইকবাল কবীর রনজু
কতনা বেদনা সহে পেটেতে মা বহে
মায়েরে ভক্তি করো সকলেই কহে
কে বড় প্রশ্ন আজ পাঠকের তরে
কাকে করবো ভক্তি মা না ধরিত্রীরে?
মা, শিশু উভয়েরে মেদিনী যে বুকে বয়
বসুন্ধরা মায়ের মতো তার প্রতি হই সদয়
ধরণীতে এসে করি সুধাসম মাতৃ দুগ্ধ পান
জাগে প্রশ্ন মনে এ ধরা কি মায়ের সমান?
তৃষ্ণা মেটায় এই আখিলের সুধা জল
পেটের ক্ষুধা মেটায় তার বুকের ফসল ফল
মৃত্যুর পরেও সে রাখে আগলে বুকে
প্রতিদানে আমরা কি দিচ্ছি তাকে?
জগতে সম্পদ খুঁজে ফিরি জলে স্থলে
আরো বেশি পেতে খুঁড়ে যাই ভূ তলে
বসুধা কি পায় বল আমাদের বহে
ধরিত্রী মায়ের মতো তাই এতো সহে?
মায়ের দুধের মতই ধরণীর জল
ধরণী মায়ের মতো সহে অবিকল
ভর দিয়ে আমরা যে অবনীতে হাটি
বুঝেও দূষণ করিনা অবনীর পানি মাটি?
ধরণীর কৃপায় বাঁচি চলো নতুন পৃথিবী রচি
মনে রাখে যেন অনাগত মানুষ নতুন কচি
এ দায় আমার আমাদের তাই না করি ভ্রম
মা আর ধরণী কারো চেয়ে কেউ কি কম?
ইকবাল কবীর রনজু
পাবনা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
21-04-2024
-
-