অবশিষ্ট কত কথা - তীর্থঙ্কর সুমিত
অবশিষ্ট কত কথা
চাদরের মত জড়িয়ে আছে
নদীর এপাড় থেকে ওপাড় বিস্তর ব্যবধান
না এর ঘরে হ্যাঁ কথারা দাঁড়িয়ে
ক্ষণিকে ক্ষণিকে মিশে যায়
অবলুপ্তির প্রান্তরেখা
তাইতো আজও পথে মিছিল
কৃষ্ণচূড়া গাছে পাখি বসে
নদী মেশে সাগরে
আমি দাঁড়িয়ে থাকি
গোধূলির রঙ গায়ে মাখবো বলে।
তীর্থঙ্কর সুমিত
মানকুন্ডু ব্রাহ্মণ পাড়া
হুগলী, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
26-04-2024
-
-