বনিতা - সিদ্দিকা ফেরদৌস তরু
তখন কেবলই সে সদ্য নববঁধু
হাতে মেহেদী পায়ে টুকটুকে লাল আলতা
ভালোবাসার রঙে জীবন একাকার,
ভালোবাসা আর আদর স্নেহে
নয়নমনি ছিলো যে সবার।
সারাদিন টুংটাং শব্দ আর শব্দ
হাত ভরা রেশমী চুড়ি,
এঘর ঐঘর ঘুরে বেড়ানো মেয়েটি
পড়নে টুকটুকে আটপৌড়ে শাড়ি।
কতজনের ভালোবাসায় হয়েছিলো সিক্ত
দু’চোখ ভরে কত স্বপ্ন সবই ছিলো নগন্য।
ছিলো নন্দিনী,তনয়া,হলো কামিনী,বনিতা,
বেড়েছে প্রতিশ্রুতি, হারিয়েছে প্রফুল্লতা।
শৃঙ্গধর বেয়ে ঝর্নার মতো বইতো অবিরত,
বাঁকে বাঁকে বাঁধা তবুও মনটা ছিল অশঙ্কিত।
সিদ্দিকা ফেরদৌস তরু
গাইবান্ধা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
26-04-2024
-
-