অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
জান্নাত মণির দুটি কবিতা

১)  অবিবাহিতা

ন‍্য, বিবর্ণ
বিবেকে পচনধরা মানুষদের দাম দেয়ার ক্ষমতা 
হারিয়ে গেছে।
ফাটা ফাট' সুট হিম ভেনিষ্ট হিম টাউটদের -
কেন?
একটা সুন্দরী গুনবতী মেয়ে একাই থেকে গেল! 
হ‍্যাঁ'
কারন,
শয়তানের মুখ দেখে ফেলেছিল।
কেউ ' কি ছিল না তার?
আছে সহানুভূতির অনেকগুলো চোঁখ-
ভদ্রলোকগুলো নিকটবর্তী,
শেষ পযর্ন্ত প্রেম!
না তাও না '
ছিল যখন নুড়িপাথরের সঙ্গীরা হাত ধরাধরি করে হাঁটতো।
এখন'
এক বোতল ব্রান্ডী' অসহ‍্য যন্তনা 
আঘাতের জায়গাও আঘাত- জীবন ভেদ করে,
ঘুম ভেঙ্গে যায় উজ্বল চাঁদের আলো দেখে
বয়সে যৌবনে জয়া আহসান?
সুন্দরী খাঁটি বাঙালি -
ভালোই লাগে' দৃঢ স্বাধীনচেতা।
মাটিতে আছড়ে আছড়ে ফেলে দেয় কারা -?
আকাশটা নিচে নেমে আসে,
ডুবন্ত সুর্যের রক্তিম আভা খাবে বলে।
লাল কালো ছোপ ছোপ 
ঝাপসা একটু ধোঁয়া।

২)  জয়িতা 

কোন একদিন আমি জয়িতা,
বৃষ্টিধোয়া কিছু কাঠগোলাপ হয়ত চাঁপা  
রৌদ্রের আবির,
রুপসীদের লোডাতুর খেলনা।
কাটায় কাটায় উপহাস করত যারা 
ওরা গেছে সব সরাইখানা,
নিরিবিলি চাঁদ খুজে পেল নীলপাহাড়ের  চূড়া
ঘুমন্ত সুন্দরীর ভাবনাগুলো যেথা।

জান্নাত মণি 
বাংলাদেশ