যে আমাকে দুঃখ দিয়েছিল - মো: এনামুল হক
যে আমাকে দুঃখ দিয়েছিল,
একটা পুকুর দিয়েছিল কান্নার জল ধরে রাখার জন্য,
প্রতিদিন এসে দেখে যেতো পুকুরটা জলে ভরেছে কিনা,
টইটম্বুর হতেই সেদিন এসে জানতে চাইলো,
“এবার একটা নদী করে দিই!”
একদিন সে আমাকে একটা নদী করে দিলো,
আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি,
পুকুরের সীমাবদ্ধতা ছিল,
ওর পরিধি নির্দিষ্ট ছিল,
নদীর তো আর এসবের বালাই নেই,
অত:পর আমি নিজেই অসংখ্য শাখানদী উপনদী সৃষ্টি করে
চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলাম!
যে আমাকে দুঃখ দিয়েছিল,
যে আমাকে পুকুর দিয়েছিল,
যে আমাকে নদী দিয়েছিল,
একদিন আমি তাকে সমুদ্র ফিরিয়ে দিলাম!
মো: এনামুল হক
ঢাকা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
26-04-2024
-
-