অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
সেই শব্দটা - মীর আজিজুর রহমান

মি অনেক কথা বলি,
শুধু যে শব্দটিকে হাজার বছর ধরে লালিত 
       করেছি সেটাই বলা হয় না।
বারবার মুখোমুখি হই,
কিন্তু তোমার চোখের সৌন্দর্যের প্রতিবিম্ব 
        দেখাতে পারিনা।
মাঝে মাঝে মনে হয়, সূর্য যেন না ওঠে;
আদিম অন্ধকার নেমে আসুক পৃথিবীতে,
তারার মতো কিরণ দেবে,
লাল ঠোঁটে জমে থাকা অজস্র জলকণা।
বসন্তের বাতাস যখন, তোমার চুল গুলোকে 
স্বাধীন ভাবে উড়তে শেখায়,
শান্ত সমুদ্রের নীল জল ঢেউ তোলে 
মৌসুমী প্রেমে আমার সর্বাঙ্গ ভিজে যায়।
আমি চিত্রকর হতে চাই,
আমি ভাস্বকর্য হতে চাই, কারণ,
শব্দ দিয়ে বেঁধে রাখা যাবে না তোমাকে।
তুমি যখন আয়নার সামনে দাঁড়াবে ,আর যদি,
খুঁজে পাও আমার প্রতিবিম্ব তোমার চোখে,
হয়তো, সেদিন বেরিয়ে আসবে সেই শব্দটা;
না হলে, প্রতিক্ষা করবে হাজার আলোকবর্ষ।।

মীর আজিজুর রহমান 
মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ