কে বলেছে - বদ্রীনাথ পাল
কে বলেছে বুড়ো আমি? হোকনা বয়স আশি-
তোদের সাথে করতে খেলা আজও ভালবাসি।
মন ছুটে যায় সবার সাথে মাঠ বন প্রান্তরে -
দল বেঁধে যাই আমি কুড়োতে কালবোশেখীর ঝড়ে।
সাঁতার কাটি তোদের সাথে দাপিয়ে দিঘির বুকে -
চোর-পুলিশের খেলা খেলি আবার মনের সুখে !
সবাই মিলে ইস্কুলে যাই আবার পায়ে পায়ে,
একছুটে যাই গাজন মেলায় ভরা বর্ষায় গাঁয়ে।
দাঁত পড়লেই চুল পাকলেই হয়না রে ভাই বুড়ো,
মনটাকে তুই করবিনাকো কক্ষনো থুত্থুরো।
চাঙ্গা রাখিস মনকে যদি, থাকিস হাসিখুশি -
বয়স যাবে দূরে সরে, হাসি রাশি রাশি!!
বদ্রীনাথ পাল
বাবিরডি, পুরুলিয়া
পশ্চিমবঙ্গ, ভারত
-
ছড়া ও কবিতা
-
28-04-2024
-
-