আহুতি - উজ্জ্বল সামন্ত
ভালোবাসার যজ্ঞে মনের আহুতি,
সর্বহারা তবুও কোথাও যেন পরম তৃপ্তি।
চোখের পলক ঠোঁটে গালে সারা শরীরে,
মিশে আছি আমি আত্মায়, তোমার সংস্পর্শে!
রঙীন স্বপ্ন দেখা বুকের পিঞ্জর চিনচিন করে,
ভালোবাসার দহনে আগুন আজো জ্বলে ওঠে।
স্মৃতি ভিড় করে সুখানুভুতি বা বিরহের আঁচে,
ভালোবাসা কেন পরিবর্তিত হয় সময়ের ফাঁসে?
জীবন নিঙড়ে সুখের খোঁজে দুঃখ কেন ঝড়ে?
ভিজে যায় মন কষ্ট ভীষণ দুচোখে অশ্রু হয়ে।
নৈসর্গিক ভালোবাসা অমূল্য কজনই বা বোঝে?
ঋত্বিকের জীবনের আহুতি ভালোবাসা কি স্বীকার করে?...
উজ্জ্বল সামন্ত
পূর্ব বর্ধমান
পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
30-04-2024
-
-