অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
যদি এমন হতো - মহিবুল ইসলাম মহিন

দি এমন হতো, 
সকালের শুভ্রতা ছড়ানো থেকে গোধূলি বেলা
পবিত্রতায় পরিপূর্ণ থাকত সর্বক্ষণ যথাতথা।
সকল আধার, জরাজীর্ণ কেটে প্রজ্জ্বলিত মন,
চাওয়া, না পাওয়ার নেই কোন অন্তঃক্ষরণ।
শত ব্যথা, বেদনার মাঝেও এক চিলতে হাসি,
আস্তাকুড়ে নিমজ্জিত সব গ্লানি মোচনের বানি।
ভালবাসায় ভালবেসে গাঁ না ভাসিয়ে কৃত্রিম অবগাহন,
কৃত্রিমতা বর্জিত ভালবাসায় ভালবাসবে সর্বক্ষণ।
অতি আধুনিকতার কড়াল গ্রাসে,
হারায়ত না যদি সেই সোনালী আস্ফালন।
থাকত না যদি কমতি আন্তরিকতার নির্ভেজাল
ভালবাসার অবিরাম অন্তহীন মেলবন্ধন।
জীবন শৃঙ্খলের আবদ্ধতার সীমাবদ্ধতায়,
আবিষ্ঠ না রেখে অংকহীন সাদা পাতায়,
জড়ায়ে নিজকে শুভ্রতায় নির্মলতায়,
পবিত্রতার এক আগত আবিষ্ঠ মগ্নতায়।
অন্ধকার কেটে গিয়ে সমাগত হবে এক ভোর,
ঐ ভোরের নির্মলতায়, শুভ্রতায়, স্নিগ্ধতায়,
পরিপূর্ণ হউক এক নতুন অধ্যায়।

মহিবুল ইসলাম মহিন
কাটলা বাজার, দিনাজপুর
বাংলাদেশ