চিত্রলেখা, তোমার জন্য - সারোয়ার আহমেদ উচ্ছ্বাস
এই রোদ্দুরের কোলাহল ভেঙে
নিয়তির জ্যামিতিক পরিহাসে
চাইলেও আর ফেরা যায় না
বৃষ্টির পবিত্র জলের কোলে
মুখ লুকিয়ে কাঁদবার মতন
একজোড়া মায়াবী চোখ
শরতের ঘাসের ডগাতে যে শিশির
জমতো তোমার অপেক্ষাতে থেকে
আজ সেই প্রতীক্ষাও নতজানু হয়েছে
হেমন্তের মাঠে সোনালী রাঙা ফসলে
গন্ধরাজের ঘ্রাণে হারিয়ে যাওয়া
পুরানো গ্রামের বিকেল ফিরে আসে
শীতল কুয়াশাতে আচ্ছন্ন সেই স্মৃতি
মাঝরাতের নীরবতার চেয়েও বিস্তৃত
নিজের ছায়াতে তোমাকে খুঁজে ফেরা
বসন্তের মতন তুমি ফিরে ফিরে আসো
তোমাতে আমি তবুও থিতু হতে পারি না
জীবন আটকে থাকে তোমারই ক্যানভাসে!
সারোয়ার আহমেদ উচ্ছ্বাস
শাহজাদপুর, গুলশান, ঢাকা
-
ছড়া ও কবিতা
-
05-05-2024
-
-