হে কবিতার অগ্নিপুরুষ - এম এ ওয়াজেদ
উসাইন বোল্টের মতো ধেয়ে আসে
অন্ধকারের নৈরাজ্যিক সামন্তবাদ
সভ্যতার অতিভোজী মুখগুলো
বুনোহাঁসের মতো চর্বিযুক্ত থলথলে পাছা
পায়ের খুরে হিংস্রতার রক্ত আঁচড়
হে কবিতার অগ্নিপুরুষ!
তোমার দ্রোহের আগুনে পুড়িয়ে দাও
অবাঞ্ছিত লোভের আলজিহ্বার কৃষ্ণ গহ্বর।
মানসিক যন্ত্রণার নির্মম পেরেকে বিদ্ধ হয়েছে
নিউরন কোষগুলোর ব্যথিত আঙিনা
মুখচ্ছবিতে রক্তশূন্যতার ভয়ার্ত প্রতিচ্ছায়া
বীর্যের শুক্রাণুতে প্রাণনাশী টিউমার
ডিম্বানুর ডিএনএ প্রোফাইলে ক্যান্সারের বীজাণু
হে কবিতার অগ্নিপুরুষ!
অস্তিত্বের প্রতিশ্রুত প্রতিজ্ঞার শপথে
যাবতীয় নষ্টাচারের প্রেতাত্নিক দানবতা ভস্ম করো।
হে কবিতার অগ্নিপুরুষ!
মায়ের জরায়ুতে বিকাশের প্রতিভাসিত অভ্যুদয়ে
তোমার দ্রোহের জাগরিত অগ্নিবলয়ে
পৃথিবীর আশাবাদী মুখগুলো আনন্দে নৃত্য করেছিল
শতাব্দীর প্রতারিত স্মৃতিরা আজ মৃত
অভিজ্ঞতার দলিত নষ্ট পৃষ্ঠাগুলো
তোমার দ্রোহের আগুনে পুড়িয়ে দাও।
এম এ ওয়াজেদ
নওগাঁ সদর, নওগাঁ
বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
05-05-2024
-
-