অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
নির্মল কুমার প্রধানের দুইটি কবিতা

১)  লেখা আছে নাম

ফিসপ্লেট আর গ্রানাইট পাথরে
        লেখা আছে ওদেরই তো নাম
পিচ্ ঢালা পথে, উঁচু ইমারতে
        মিশে আছে কষ্টের ঝরা ঘাম। 

মাঠে-ঘাটে যত শস্য বাহার
   তাতে আছে ওদেরই তো স্পর্শ 
দেশ ও দশের জীবন সাজাতে
   ওরাই শেষ -শ্রেষ্ঠ নিদর্শ । 

মজুরি সামান্য পেয়েছে ওরা
        বাড়া নয়, বেঁচে থাকতে শুধু 
সবার হরিৎ মরূদ্যান গড়ে
         নিজেরাই রয়ে গেছে মরু ধূ ধূ। 

ওদের জন্য মহান মে দিবস, 
         স্মরণে ওরা রইবে যে চিরকাল
বিজয়ের তরী ওরা বেয়ে যাক্
         তুলে পাল, ধরে শ্রম-সুখ হাল।

২)  ছায়া বৃত্তান্ত

পনমনে চলছিলাম রাতের পথ
চারদিক শুনসান, রাস্তাটা যেন ঘুমিয়ে নিঝ্ঝুম্ 
গাছ গাছালির দেশে ঝিম অন্ধকার! 
শুধুমাত্র চৌরাস্তায় একটা ল্যাম্পপোস্ট জেগে আছে। 

হঠাৎই দেখি আমার সামনে দুটো ছায়া
সচকিত হলাম, শিউরে উঠলো সারাটা গা, বিব্রত মন
তবে কি ছায়া থেকে ছায়ার জন্ম হয়েছে? 
তখন ল্যাম্পপোস্টটা পিছনে জ্বলছে 
নিশ্চুপ -নিস্তব্ধ রাত্রির বুকে, 
জোনাকরা চুপ কথায়, চাঁদটা পান্ডুর, রাস্তাটা ধূসর। 

সম্বিৎ পেয়ে দেখলাম একটা বাইক
আমাকে টপকে হুস্ ক'রে বেরিয়ে গেল সামনের দিকে 
ফাঁক রেখে চলা একটা ছায়া অন্তর্হিত, 
বিজ্ঞানের ঝাঁকুনিতে বুঝলাম আসল কারণটা কি? 
একসময় ল্যাম্পপোস্টটা হারিয়ে গেল আমার পথ চলায়
সঙ্গী ছায়াও বিদায় জানিয়েছে আমার অজান্তে, 
সেই একা টর্চের আলোয় ছায়াহীন পথে পা বাড়ালাম।

নির্মল কুমার প্রধান
দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ