অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
ভ্রান্ত দুঃস্বপন - দেওয়ান সেলিম চৌধুরী

তোমার সৃষ্টির মাঝে আছে যত প্রাণ
     ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে অট্টালিকা সমান
সবাইকে পিছনে ফেলে, শুধু মানুষকে একা দিলে
      অন্ধ বিশ্বাস আর সীমাহীন জ্ঞান।
তাকেই আশ্রয় করে, কেউ থাকে অন্ধকারে
      কেউ বা করিছে ভান, স্রষ্টার সম্মান।
সূর্যোদয়, সূর্যাস্ত, অথবা ঘনকালো বন
জোনাকির আলো অথবা পাখীর কুজন
কোথাও নেই যেন বিধাতার মন
শুধু মানুষের মনে বেঁচে থাকার ভ্রান্ত দুঃস্বপন
তাইতো দেখি পৃথিবীতে ধর্মের বিচিত্র আয়োজন।
তোমার কি আজো মনে পরে,
       ধর্মের প্রথম পূর্ণ প্রকাশ?
কাকে প্রথম বিশ্বাস করে, মন ভরে
       হৃদয়ের সব ইচ্ছা, করে ছিলে ফাঁস?
কখন এসে বুঝেছিলে অবশেষে
       তুমি পেয়েছ তোমার বিশ্বস্ত দাস
যার হাতে ছেড়ে দিয়ে ধর্মের ভার
       ফেলেছিলে প্রথম শান্তির নিঃশ্বাস?
তোমাকে কখনো দেখিনি শান্ত, শুধু অশান্ত
         বলেছিলে ধর্মের ইতিহাস
যাত্রার শুরুতেই আদম কেড়েছিল
        মানুষের প্রতি তোমার বিশ্বাস।
তাই বারে বারে দেখেছি তোমার শংকাগ্রস্ত মন
       কত জনপদ ডুবিয়ে দেয়ার বিচিত্র আয়োজন।
যেদিন নোহাকে জীবিত রেখে, নির্বাক চিত্তে
        ডুবিয়ে ছিলে অগণিত মানুষের প্রাণ
সেদিন বুঝেছিল মানুষ, স্বার্থে আঘাত পেলে
       তুমি কত নিষ্ঠুর, হে শংকিত ভগবান। 

দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা