অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
একটি ভোরের অপেক্ষা - মো.মহিবুল ইসলাম মহিন

ধার কেটে নির্মল বাতাসের স্নিগ্ধতায়,
নতুন এক প্রহরের প্রত্যাশায়, পৃথিবী আলোময়।
ব্যর্থতার অনামিশা কেটে,
নষ্ট সব জরাজীর্ণতা ভেদ করে,
উঁচু, নিচু,জাত পাত ভুলে
উদ্ধপানে সবাই চেয়ে এক নতুন ভোরের অপেক্ষায়।
যে ভোরে থাকবে না কোন জরাজীর্ণ, ভঙ্গুর, দ্বিধা।
থাকবে না মিথ্যে মরীচিকার পানে ছোটা।
যে ভোরে থাকবে না মজুদদারের মজুদদারি।
থাকবে না কোনো মিথ্যা আশ্বাসের ফুলঝুরি।
যে ভোরে থাকবেনা কোন দুষ্টু চক্রের চক্রান্ত,
থাকবেনা অনাহারীর ক্ষুধার্ত আত্মচিৎকার।
মুছে যাবে সমাজের সব গ্লানি,
দারিদ্র্যের কষাঘাতে নিষ্পেশিত হাহাকার।
বদলে যাবে মানুষ, বদলে যাবে সমাজ।
বদলে যাবে সমাজের দুষ্ট চক্রের নগ্ন থাবা।
ঐ ভোরে বইবে নির্মল বাতাস, যে বাতাসে
মুক্ত বিহঙ্গের ন্যায় ছুটবো ঐ দূর দিগন্তে।
সব অন্ধকার ভেদ করে এ ভূবন হবে আলোময়,
একদিন ভোর হবে, একটি নতুন ভোরের অপেক্ষায়।

মো.মহিবুল ইসলাম মহিন
কাটলা বাজার, বিরামপুর
দিনাজপুর, বাংলাদেশ