তীর্থঙ্কর সুমিতের দুটি কবিতা
১) অন্য পৃথিবী
আকাশ রঙে যে মেঘের ছবি দেখেছি
আজ তা অতীত
সময়ের ক্যানভাসে এখন সব রঙই কালো
নীল, সবুজ অথবা লালের পরিবর্তন
ঘটবে এটাই ধ্রুব সত্য
যেমনভাবে তোমার হাত এখন বদলে
মায়া জড়ানো চাদর হয়েছে...
আর নিঃশ্বাসের সরলতা
ক্রমশঃ বদলাতে বদলাতে মিশে গেছে অন্য পৃথিবীর বুকে।।
২) বাকি গল্প
অসময়গুলো এখন বড় খাপছাড়া
সময়ের তাগিদে লিখে রাখা যত চিঠি
এখন আমার বইয়ের টেবিলজুড়ে
নানা অছিলায় আমার কালো কালির "পেন" টা
এখন ভাঙ্গনের গল্প লেখে
নদীর কাছে দাঁড়িয়ে যে বিশ্বাসের প্রতিশ্রুতি নিয়েছিলাম
আজ ভগ্নাংশের হিসাবে অতীত বলার দাবী রেখেছে
মুহূর্তে কত কিছু বদলে যায়
ঘড়ির ব্যাটারিটাও এখন স্থগিদ
আর আমি...
এসো এক কাপ চা খেতে খেতে বাকি গল্পটা বলি।।
তীর্থঙ্কর সুমিত
মানকুণ্ডু, হুগলী
-
ছড়া ও কবিতা
-
25-05-2024
-
-