অটোয়া, মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৫
হাত - মহীতোষ গায়েন

হাত ছাড়া তো দূরের কথা, জানি 
কখনো হবে না সুযোগ 'ও' হাত ধরার,
কখনো প্রিয় ঘ্রাণ মিশবে না শরীরে,
অদৃশ্য হাত পাবে না সুযোগ খুনসুটি করার।

বসন্ত শেষ, গ্রীষ্মও চলে যাবে,বর্ষা যাবে, 
কদম ফুলের গন্ধে ভরবে চরাচর,
দুর্যোগ কেটে গেলে খাল পারে পোয়াতি চাঁদ
এসে বলবে-'হাত ধরো',ঘুরবো মাঠ ও প্রান্তর।

জানি তুমি কখনো বলবে না-'হাত ধরো',
এও জানি আসবে না কখনো এপার,
সময় ছোটে ঘোড়ার মত,তুমিও অধরা, 
ঋতু যায় আসে,মন মেশে মায়াজালে ওপার। 

একথা ঠিক, মানুষ দুরে চলে যায় আগে,
তারপর সুযোগ বুঝে হাতটা ছাড়ে,
যে হাত কোনদিন ধরার সুযোগ না পেলেও 
প্রিয় মানুষের অলিগলি মিশে রবে হৃদয়ের পাড়ে।

মহীতোষ গায়েন 
পশ্চিমবঙ্গ, ভারত