অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
যেখানে যৌবন আছড়ে পড়ে - টিটোন হোসেন

যেখানে যৌবন আছড়ে পড়ে 
মহা দৈন্যতায়...
মিথ্যেদের করাল গ্রাসিত পথে
ছেড়ে দিতে হয় শত অনিচ্ছা,
সতৃষ্ণ নত নয়নে ফিরতেই হয়
ফেলে দিতে হয় যা অসত্য পঁচা।
শোভাকীর্ণ সমস্ত রঙে ছেয়ে, 
দুর্গন্ধ কিংবা ধুলোবালির ঘটে
সঞ্চিত বুনো ব্যথাদের হাত ধরে 
মরু বুকে গড়ে ওঠে প্রাসাদ। 
তবু ভুবন জুড়েছে কাটা মুকুট;
তাদের নাকি বাসস্থানের অভাব।
যেখানে যৌবন আছড়ে পড়ে 
মহা জলোচ্ছ্বাসে...
জলধিতরঙ্গের খিড়কি খুলে
ফেনা তুলে ভুলে যায় জোয়ার;
ছেড়ে দিতে হয় শত অনিচ্ছা,
নৈরাজ্যের নমন দমনে খেলে
তনুকায়ার অশেষ অস্থি।
অনাহুত রাক্ষসী রাহু তবু জাগে
চণ্ডালিনী হয়ে-
খুবলে খেতে চাই রক্ত;
যেখানে যৌবন আছড়ে পড়ে 
মহাসংকটে পড়ে বিশ্ব;
নাভিশ্বাস ওঠে ইটের চিমনিতে
ঝর্ণারা থেমে যায়-
বেঁকে যায় স্রোতশূন্য স্রোতস্বিনী।
অজস্র অক্রোধ ফেলে আসি
বক্রতার স্রকে;
তবু হাতের ওপরে জন্মায় হাত,
পথের ওপরে জন্মায় শত পথ;
মুখোমুখি বসা হয়নি আর
আর দেখা হয়নি রূপন্তী রূপ।
মনুজের অতীন্দ্রিয় সত্যরা ঝরে, 
অসত্যরা তবু বহুবার জেতে;
হলুদ খামের ভেতর শুভ্রতায়,
ভেঙে যায় ঘোর ভোরের ডাকে।
যেখানে যৌবন আছড়ে পড়ে 
মহা দৈন্যতায়......
ভুলে যেতে হয় শত মত পথ,
ছেড়ে দিতে হয় শত হাত।

টিটোন হোসেন 
ঢাকা, বাংলাদেশ