অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
শেষ নিমন্ত্রণ - ডাঃ সুভাষ চন্দ্র সরকার

জীবনের পড়ন্ত বেলায়, মম শেষ নিবেদন 
অধমের নিমন্ত্রণ নিও,
ক্ষনিকের তরে এসে সখা 
শেষ স্মৃতি রেখে যেও।

অশ্রু অর্ঘ্য জানাই এই মিনতি,
অধমের এই বাসনার তরে মনের আকুতি।
জীবনের পথে  ক্লান্ত তুমি একাকী পান্থ,
তিষ্ট ক্ষনকাল মম লয়ে,শান্ত কর চিত্ত।

ক্ষণিকের যাত্রা পথে দিন যে ফুরিয়ে গেল,
জীবনের শেষ সন্ধ্যা ঘনিয়ে এলো।
তাইতো আবার জানাই মিনতি
একটিবার দেখা দিও।
ক্ষণিকের তরে এসে সখা 
শেষ স্মৃতি রেখে যেও,
পড়ন্ত বেলায় অধমের, নিমন্ত্রণ নিও।

ডাঃ সুভাষচন্দ্র সরকার
উত্তর  ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ