অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
একটা নিশি - মুতাকাব্বির মাসুদ

ন চায় এক নিশি
তোমার কোলে মাথা রেখে কাটাই 
মন চায় একটা নিশি
তোমার বুকে নাই হয়ে যাই

মন চায় এক নিশি
তোমার কোলটা চোখের অধিকারে রাখি
উমের জলে নিজেকে ভাসাই
মন চায় একটা নিশি
তোমার উন্মগ্ন চোখে নিখোঁজ হয়ে যাই

মন চায় এক নিশি তোমার ঠোঁটে
চুম্বনের ছোঁয়া রাখি
মন চায় একটা নিশি
তোমার অন্তরে আমার প্রেমের বাদল ঢালি

মন চায় এক নিশি
হারিয়ে যাই তুলোর মতো তোমার অবিন্যস্ত
হলুদ কুসুম শরীরের ভেতর
মন চায় একটা নিশি
আমার কল্পনায় আমারই প্রেমের
বিমূর্ত পোট্রের্ট টানিয়ে দেই
তোমার চন্দনি ঠোঁট আর স্পন্দিত চোখের শাটারে

মন চায় এক নিশি
প্রেমের জোনাক উড়িয়ে দেই
তোমার তন্বী দেহের ফসলিয়া জমির উদ্ভিন্ন বাহুতে-
শিশির ঝলমল-ভোরের কুয়াশিয়া রোদের গোসল সাদা-কালো জরির আঁচলে
মন চায় একটা নিশি
মরে যাই আমার অপহৃত ভালোবাসার
যন্ত্রণাকাতর পরিশ্রুতির অন্তঃপুরে! 

মুতাকাব্বির মাসুদ
শ্রীমঙ্গল, বাংলাদেশ