মধুমিতা ছয় মাসের গর্ভবতী - এম এ ওয়াজেদ
অভিমানী কষ্টগুলো মধুমিতার কেশগুচ্ছে দোল খায়
দোল খায় ধর্ষিত ঝুলন্ত স্তনবৃন্ত
সমাজের অন্ধকার আপোষনামা সে মানেনি
মানেনি রক্তচক্ষুর বিষমাখা নষ্টামির
আবাসিক চৌহদ্দির বিপথগামী পলাতকা চ্যাপ্টার
মধুমিতা হিসেব করে
জীবনের প্রশ্নগুলোর অস্পর্শনীয় অত্যাচারিত সওগাত।
আনন্দিত অসভ্য নজরানা ঘিরে ধরে
মধুমিতার তিমির রাতের নৈঃশব্দিক চুম্বন স্পৃহা
বেদনার অঙ্কুরিত গর্ভাশয় স্ফীত হয়
স্ফীত হয় দৈহিক অস্থিরতার আনাড়ি ভবিষ্যত
প্রযুক্তির আল্ট্রাসনোগ্রাম প্রকাশ করে
কুমারী মধুমিতা ছয় মাসের গর্ভবতী।
বিপর্যয়ের স্মরণাতীত নৈসর্গিক শোভায়
প্রদোষের স্থবিরতা ভর করে
লালায়িত কামনা পেশিশক্তির গুরুভারে
লৌহকঠিন বাজেয়াপ্তির উপকূলে আছড়ে পড়ে
মধুমিতা হয়তো আগেই জেনেছিল
তার গর্ভাশয়ের পিতৃত্ব কিসমতের অপরাধী ট্রাইব্যুনাল।
এম এ ওয়াজেদ
নওগাঁ, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
07-06-2024
-
-