ভালোলাগার পৃথিবীটা - পাভেল আমান
পৃথিবীটা আবার ভরে উঠুক
বিপুল সবুজের সমারহে
চারিদিকে শুধুই গাছ-গাছালি
তন্মধ্যে জীবনের স্পন্দন।
পৃথিবীটা আবার জেগে উঠুক
আপন ছন্দে নিত্যানন্দে
প্রতিটি পরতে পরতে অনুভূত
একরাশ সজীবতা বিশুদ্ধতা।
পৃথিবীটা আবার পূর্ণ হোক
হারিয়ে যাওয়া প্রাচুর্যতায়
পাখপাখালীর মধুর কলতানিতে
প্রতিধ্বনিত আকাশ বাতাস।
পৃথিবীটা আবার ফিরে-পাক
রুপ রস বর্ণ গন্ধের স্থিতিশীলতা
জীব বৈচিত্রের মেলবন্ধনে
প্রাকৃতিক ভারসাম্যের স্বাভাবিকতা।
পৃথিবীটা আবার হয়ে উঠুক
এক চিরন্তন সুন্দর বাসযোগ্য স্থান
একে অপরের নিবিড় যোগসূত্রে
ভালোলাগার আবহমান আত্মিকতা।
পাভেল আমান
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
12-06-2024
-
-