ক্ষনিকের বিশ্রাম - সিদ্দিকা ফেরদৌস তরু
আমার সুবিন্যস্ত বারান্দায় আনমনে বসা,
আকাশ ভেদ করে বিশাল চন্দ্রমামা।
জ্যোৎস্নার চাদরে চারপাশ ঢাকা।
কত স্নিগ্ধ রুপ, রুপোলী ঠান্ডা হাওয়া।
আসনগুলো থরে থরে সাজানো
হয়তো অপেক্ষায় কারো না কারোর।
ইনসমনিয়ায় ক্লান্ত দেহ আত্মদর্শনে সময় কোথায়?
অখণ্ড অবসর, সক্রিয়তার অপর্যাপ্ততা,
মনের ভেতর গভীর ক্ষতের
নুন্যপক্ষে সারানোর টোটকার
সন্ধানে অতৃপ্তির ঢেকুর তোলা।
আবেগ সর্বস্ব মনের নিয়ন্ত্রণ অজানা।
বেলকনির আসনগুলোর আহবান, হয়তো হর্ষচিত্তে ক্ষনিকের বিশ্রাম।
উপর থেকে এবড়ো খেবড়ো শ্রীহীন রাস্তার দিকে মনোযোগ।
ভাবাভিভূত জীবনের খানিকটা অবসান।
পেতে থাকা আসনগুলো ও হয়তো ক্ষনিকের জন্য পরিতৃপ্ত।
সিদ্দিকা ফেরদৌস তরু
গাইবান্ধা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
13-06-2024
-
-